Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

রাঙ্গামাটি  সদর উপজেলার স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম  শুরু হয়  ১৯৮৩ ইং থেকে । প্রথমে  রাঙ্গামাটি  শহরে কাঠালতলী এবং পরবর্তীতে রাঙ্গামাটি  পূরাতন হাসপাতাল সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের  দোতলায় ভাড়াতে হিসাবে পজেলা  স্বাস্থ্য  ও  পরিবার রিকল্পনা কর্মকর্তার কার্যালয় , রাঙ্গামাটি  সদর হিসাবে কার্যক্রম  চলছে । রাঙ্গামাটি  সদর উপজেলাধীন  ০৬টি ইউনিয়নে  স্বাস্থ্য  বিভাগীয় মাঠকর্মীর মাধ্যমে  তৃণমূল পর্যায়ে  ইপিআই কার্যক্রমসহ সাধারন জনগণের  দোরগোড়ায়  স্বাস্থ্য  সেবা প্রদান করা হচ্ছে । রাঙ্গামাটি  সদর উপজেলাধীন প্রতিটি ইউনিয়নে একটি  করে কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার  পর  থেকে  শুক্রবার  ও  সরকারী ছুটির দিনব্যতিত সপ্তাহে ছয় দিন সকাল ৯.০০  ঘটিকা  হতে বিকাল  ৩.০০ ঘটিকা পর্যন্ত গর্ভবতী মহিলাদের এএনসি ,পিএনসি , শিশুর যত্নসহ পুষ্টি বিষয়ে কর্মরত  স্বাস্থ্য  সহকারী, পরিবারকল্যাণ সহকারী  ও সিএইচসিপির মাধ্যমে উচ্চতর চিকিৎসার জন্য রেফারেল কার্যক্রমসহ বিনামূল্যে  প্রাথমিক  স্বাস্থ্য  সেবা প্রদান করা হচ্ছে ।